অনলাইনে এই জরিপে অংশগ্রহণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আমরা জানি ফার্মেসিস্ট ভাই বোনদের মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হচ্ছেন। আমরা এই জরিপের ফলাফলের মাধ্যমে নীতি-নির্ধারক, দাতা, কর্তৃপক্ষ ও দেশবাসীর সেই তথ্যটি ব্যাপকভাবে তুলে ধরতে চাই।
এই জরিপের আরও উদ্দেশ্য হলো আপনাদের আরও কি ধরণের প্রশিক্ষণ প্রয়োজন এবং আপনারা কি কি বিষয়ে অসুবিধার সম্মুখীন হন তা জানা। এর মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে আপনাদের অসুবিধাগুলো দূর করার বিষয়ে সুপারিশ করা হবে।
এই জরিপে সংগৃহিত আপনার নাম, পরিচয়, মোবাইল ও ইমেইল শুধমাত্র জরিপের স্বার্থে আপনার সাথে পুনরায় যোগাযোগের প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। কোন ক্রমেই অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে তা প্রকাশ করা হবে না।
ইন্টারনেট সংযোগের সমস্যা না থাকলে এই প্রশ্নমালাটি পূরণ শেষ করতে বেশী সময় লাগবে না। তবে আপনি সেকশন-১, সেকশন-২ এবং সেকশন-৩ এই তিন ভাগে প্রশ্নমালা পূরণ করতে পারেন। এ বিষয়ে প্রশ্নমালা পূরণের সময় নির্দেশনা পাবেন।
যারা সঠিকভাবে তিনটি সেকশনই পূরণ করবেন তারা ইমেইলে একটি সনদ পাবেন, যেটি ভবিষ্যতে অনেক কাজে আসবে।
* চিহ্নিত প্রশ্নগুলো অবশ্যই উত্তর দিতে হবে। এ ধরণের প্রশ্নের উত্তর না দিলে আপনি পরবর্তি প্রশ্নে যেতে পারবেন না। তবে পরেও প্রশ্নের উত্তর সংশোধন করতে পারবেন।
সাহায্যের প্রয়োজন বা কোন জিজ্ঞাস্য থাকলে ফোন করুনঃ সৈয়দ রাজিব রহমান, টেকনিক্যাল এ্যাডভাইজার, বেটার হেলথ ইন বাংলাদেশ, ঢাকা; মোবাইলঃ ০১৭৫৬১৯৮৩৬৭।
প্রশ্নমালা সম্পূর্ণ পূরণের শেষ সময় সীমা ৩১ মে ২০২১ রাত ১২টা।